পৃথিবীর আভ্যন্তরীণ গঠন, ভূমিরূপ ও আবহবিকার

Show Important Question


21) পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ হল
A) আলাস্কার হুবার্ড
B) গ্রিনল্যান্ডের কওয়ারায়াক
C) আলাস্কার মালাসপিনা
D) অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট

22) পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হল
A) আলাস্কার হুবার্ড
B) আলাস্কার মালাসপিনা
C) গ্রিনল্যান্ডের পিটারম্যান
D) গ্রিনল্যান্ডের স্টরস্ট্রম

23) পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ হল
A) আলাস্কার হুবার্ড
B) ইউরোপের অ্যালিস
C) ভারতের সিয়াচেন
D) কুমেরুর ল্যাম্বার্ট

24) সমুদ্রজলে ভাসমান বরফস্তুপকে কী বলে ?
A) হিমবাহ
B) হিমশৈল
C) হিমরেখা
D) কোনটাই নয়

25) হিমশৈলের মোট আয়তনের মধ্যে জলে ভাসমান থাকে
A) ১/৯ ভাগ
B) ১/৮ ভাগ
C) ১/৭ ভাগ
D) ১ /১০ ভাগ

26) হিমবাহ ও পর্বতগাত্রের মাঝে সংকীর্ণ ফাককে কী বলে ?
A) ক্রেভাস
B) র‍্যান্ড ক্লাফট
C) আরেৎ বা হিমশিরা
D) রসে মতানে

27) হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল
A) গ্রাবরেখা
B) ঝুলন্ত উপত্যকা
C) ড্রামলিন
D) এসকার

28) ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয়
A) জলপ্রপাত
B) গিরিখাত
C) হিমশৈল
D) আঁকাবাঁকা গতিপথ

29) দুটি করির মধ্যবর্তী অংশ কী নামে পরিচিত
A) এরিটি
B) এস্কার
C) ড্রামলিন
D) গ্রাবরেখা

30) দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে বলে -
A) দোয়াব
B) ধারণ অববাহিকা
C) অববাহিকা
D) বদ্বীপ

31) ভারতে কোনটি আদর্শ নদীর উদাহরণ ?
A) তাপ্তি
B) নর্মদা
C) গঙ্গা
D) কাবেরী

32) অবরোহণ প্রক্রিয়ার উদাহরণ হল –
A) আবহবিকার
B) ভূমিকম্প
C) উল্কাপাত
D) অগ্ন্যুৎপাত

33) হিমালয় পর্বত শ্রেণী হল
A) নবীন ভঙ্গিল পর্বত
B) অবশিষ্ট পর্বত
C) আগ্নেয়গিরি
D) স্তুপ পর্বত

34) ফুজি পর্বত কোন দেশে অবস্থিত--
A) চীন
B) জাপান
C) আমেরিকা
D) আফ্রিকা

35) নিম্নোক্ত কোনটি পর্বত বেষ্টিত মালভূমি
A) ডেকান ট্রাপ
B) তিব্বত মালভূমি
C) বুন্দেলখন্ড
D) ছোটনাগপুর মালভূমি

36) বিন্ধ্য পর্বত কোন ধরনের পর্বত ?
A) আগ্নেয় পর্বত
B) স্তুপ পর্বত
C) ভঙ্গিল পর্বত
D) লাভাগঠিত পর্বত

37) একটি স্তুপ পর্বত এর উদাহরণ
A) আরাবল্লী
B) সাতপুরা
C) হিমালয়
D) ফুজিয়ামা

38) নীলগিরি হল ---------- পর্বত ?
A) স্তুপ পর্বত
B) অবশিষ্ট পর্বত
C) ভঙ্গিল পর্বত
D) ক্ষয়জাত পর্বত